বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ৫১ সদস্য বিশিষ্ট রংপুর জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (২১ মার্চ ২০২২) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ও নির্বাহী সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে সভাপতি হয়েছেন তৌহিদুল ইসলাম বাবলা (দৈনিক লাখোকন্ঠ ও সংবাদ প্রতিদিন) ও সাধারণ সম্পাদক তাজিদুল ইসলাম লাল (প্রথম খবর ও দেশ রূপান্তর)।
এর আগে ১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে সময় টেলিভিশন রংপুরের বিশেষ প্রতিনিধি রতন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের কন্ঠভোটে রংপুর জেলা কমিটি গঠিত হয়।
৫১সদস্য বিশিষ্ট রংপুর জেলা কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হোসেন বাবলু (দৈনিক মুক্তখবর), সহ-সভাপতি- মোঃ হারুন-অর-রশিদ (মুক্তসকাল ও বাংলাদেশের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক- গোলাম মোস্তফা জয় (দাবানল), কোষাধ্যক্ষ- মোঃ শিপুল ইসলাম শিকর (আজকের পত্রিকা), সহ-কোষাধ্যক্ষ- মেহবুব পারভেজ সুমন (মানববার্তা), সাংগঠনিক সম্পাদক- এসএম জাকির হুসাইন (স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক- জাহিদুল ইসলাম জাহিদ (ঢাকা প্রতিদিন), সহ-দপ্তর সম্পাদক- হাসান আল সাকিব (সিটি নিউজ), প্রচার সম্পাদক- মোঃ সাইফুল্লাহ খান (দাবানল), সহ-প্রচার সম্পাদক- জালাল উদ্দিন (চাঁদনী বাজার), মহিলা বিষয়ক সম্পাদক- শরিফা বেগম শিউলী (দৈনিক নবচেতনা), সাহিত্য সম্পাদক- আব্দুল করিম সরকার (আমার সংবাদ), সহ-সাহিত্য সম্পাদক- আসাদুজ্জামান আসাদ (যুগেরআলো ও উত্তরের খবর), ধর্ম বিষয়ক সম্পাদক- আসাদুজ্জামান টিটু (প্রথম খবর), তথ্য ও প্রযুক্তি সম্পাদক- মোঃ আবু তালেব মিয়া (মুক্ত খবর), সাংস্কৃতিক সম্পাদক- মাহমুদুর রহমান বিপ্লব (ভোরের কাগজ ও পরিবেশ), ক্রীড়া সম্পাদক- মোঃ মেজবাহুল কবির সবুজ (যায়যায়দিন), সমাজ কল্যাণ সম্পাদক- মামুনুর রশিদ বিপ্লব (এশিয়ান বাংলা)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- হালিম আনছারী (ইনকিলাব), রতন সরকার (সময় টিভি), শাহ বায়োজিদ আহম্মেদ (৭১ টিভি), আজম আলী পারভেজ (জিটিভি), মোঃ মহিউদ্দিন মখদুমী (মানবকন্ঠ), মোঃ হামিদুর রহমান (বিজয় টিভি), রবিউল ইসলাম দুখু (ভোরের দর্পন), শিমুল ইসলাম (বর্তমান কথা), আমিরুল ইসলাম-রাইজিং বিডি, অজয় সরকার দুলু (দৈনিক চিত্র), নির্মল রায় (খোলা কাগজ) , আব্দুর রশিদ জীবন (দৈনিক সংবাদ প্রকাশ), এমকেএ লিমন (স্বদেশ প্রতিদিন ও রংপুর কথা), সিতওয়াতুত আদনান বৃষ্টি (মুক্ত খবর), মোঃ সুমন ইসলাম (দেশেরকন্ঠ), মাসুদুর রহমান রাজ (দাবানল ও লাখো কন্ঠ), মোঃ মিজানুর রহমান বিপ্লব (চেতনা ৭১), রেদওয়ানুর রহমান হিমেল (প্লাস টিভি), মোঃ রবিন চৌধুরী রাসেল (দৈনিক ডেল্টা টাইমস), মোঃ সুমন ইসলাম (দৈনিক দেশের কন্ঠ), মোঃ মেহবুব পারভেজ সুমন (দৈনিক মানববার্তা), মোঃ মিজানুর রহমান বিপ্লব (বিজয় টিভি ও চেতনা ৭১), মোঃ শিমুল ইসলাম (দৈনিক বর্তমান কথা), মোঃ আল-শাহরিয়ার জিম (দৈনিক ডেল্টা টাইমস), মোঃ সাইফুল্লাহ খান (দৈনিক দাবানল), মোছাঃ বর্ণালী জামান বর্না (দৈনিক যুগের আলো), মোঃ হামিম আবদুল্লাহ্- (দৈনিক মত প্রকাশ), শ্রী অলক নাথ (দৈনিক সাইফ,) মোঃ আমিরুল ইসলাম সুজন (চ্যানেল এস),হামিদুর রহমান লিমন (দৈনিক ভোরের কন্ঠ)। বিএমএসএফ আশা করে তাদের নেতৃত্বে বৃহত্তর রংপুরের সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা বাস্তবায়নে অগ্রণী ভুমিকা পালন করবেন।##
Leave a Reply