শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার,
রংপুর সমাজ কল্যাণ সংস্হার আয়োজনে ঈদ উপহার ও সাথে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে ধাপ মেডিকেল পূর্ব গেট ( নর্দান মেডিকেল কলেজ সংলগ্ন) রংপুর সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে অসহায় ও দুস্হদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে রংপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, উপস্থিত থেকে ঈদ উপহার ও ইফতার বিতরণ করেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ শিমুল ইসলাম, উপমা নার্সিং কলেজের অধ্যক্ষ কাজী মোঃ মশিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুর রহমান লিখু, টার্গেট নার্সিং কোচিং সেন্টারের পরিচালক হুমায়ুন কবির, রংপুর সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খালেদ আনোয়ার পাশা, অর্থ সম্পাদক মানিক চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ উল হক, সদস্য সচিব আবু সাইদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রায় ২০০ জন অসহায় ও দুস্হদের মাঝে সংস্হার নিজস্ব অর্থায়নে ঈদ উপহার যেমন আতব চাল, সেমাই, সয়াবিন তৈল, চিনি, পাউডার দুধসহ ইফাতার সামগ্রী বিতরণ করা হয়।