রংপুরে সরকারি কর্মচারিদের দাবি আদায় ঐক্য পরিষদ ফোরামের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার

রংপুরে সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ ফোরামের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকাল ৩টায় স্থানীয় টাউন হল চত্বরে ৭ দফা দাবি আদায়ের লক্ষে সরকারি কর্মচারি ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ হলো জাতীয় ভিত্তিক সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত জোট। সমাবেশে নেতারা ৭ দফা দাবি উত্থাপন করেন দাবিগুলোর মধ্যে কর্মচারীদের জন্য মর্গ ভাতা, বৈষম্য মুক্ত ৯ম পে স্কেল প্রদানের লক্ষ্যে পে-কমিশন গঠন, ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ, টাইম স্কেল বহালসহ তাদের দাবিগুলো আদায়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রীসহ সংশ্লিস্ট মহলের সহযোগীতা কামনা করেন। আলোচনা সভায় সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের উপদেষ্টা আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের লালমনিরহাট জেলার সাংগঠনিক সম্পাদক শরিফ মিজানুর রহমান, দিনাজপুর মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন রহমান, নীলফামারীর সহ সম্পাদক মুনজুর রহমান, পার্বতীপুর যুগ্ন আহবায়ক কালাম উল্লা, রংপুর সহ সভাপতি বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মামুন, মহিলা সম্পাদক সামছুন্নাহার প্রমূখ।##

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *