বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রংপুর জেলার পীরগাছা থানায় বাংলাদেশ কংগ্রেসের কমিটি ঘোষণা

প্রকাশিত হয়েছে-

স্টাফ রিপোর্টার এম এ হোসেন পাটোয়ারী।

শাহাদৎ হোসেন সভাপতি ও রফিকুল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম সোহেল মোল্লা কে নিয়ে বাংলাদেশ কংগ্রেস এর পীরগাছা থানার ৩১সদস্য বিশিষ্ট পুণঃ কমিটি গঠন করা হয়েছে। কংগ্রেস চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল করিম ও কংগ্রেসের মহাসচিব এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলামের সুপারিশে কমিটি অনুমোদন করেন।উল্লেখ্য গত ২৪.০৯.২০২২ইং তারিখ রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কংগ্রেস চেয়ারম্যান এ্যাডভোকেট রেজাউল করিম ও কংগ্রেস মহাসচিব এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল মোর্শেদ, সহসাংগঠনিক সম্পাদক মোঃ দেলাব্বর । রংপুর জেলার নির্বাহী সদস্য ও আহ্বায়ক এম এ আকরাম। রংপুর জেলার সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম পাটোয়রী। আরো উপস্থিত ছিলনে পীরগাছা থানার সকল কংগ্রেস নেতা ও কংগ্রেস প্রেমিক জনগণ।