শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রংপুর মাহিগঞ্জ দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

প্রকাশিত হয়েছে-

শরিফা বেগম শিউলীঃ -স্টাফ রিপোর্টার রংপুর,

মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির (২০২২-২৫) শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৯ই ফেব্রুয়ারী) রাতে নগরীর মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচিত সভাপতি শালেহ আহমেদ মোল্লাসহ ২১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সভাপতি শাহ মোঃ আশরাফুদ্দৌলা আরজু। মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা রামকৃঞ্চ সোমানী, বিশিষ্ট ব্যাবসায়ী শেখ কাশেম, জেলা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, আইন বিষয়ক সম্পাদক আজিজ উল্লাহ, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোক্তার হোসেন, মাহিগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ রফিক, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, জেলা দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আফজাল।

উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ এমদাদুল হক, সদস্য হাশেম আলী, আবদুর রহিম পাঠান, মোঃ শামসুল আলম, এ কে এম শাইফুল ইসলাম আজাদ,আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুদ পারভেজ টিটু। তানবীর হোসেন আশরাফীসহ বক্তারা বলেন, মাুিহগঞ্জ দোকান মালিক সমিতি এখানকার ব্যাবসায়ীদের প্রাণের সংগঠন। নতুন নেতৃত্ব এই সংগঠনকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি ব্যাবসায়ীদের উন্নয়ন,অধিকার ও স্বার্থ রক্ষায় অগ্রনী ভ’মিকা পালন করবে। এক্যবদ্ধ হয়ে সকল সংকট মোকাবেলা করা হবে।

গত ১৪ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে সরকারি নির্দেশনা মেনে মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।