বুধবার , ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

রংপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আলোচনা ও ইফতার বিতরণ

প্রকাশিত হয়েছে-

শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার,

রংপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার বিতরণ করা হয়। বুধবার (২৭ এপ্রিল) বিকেলে রংপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আলোচনা সভা, দোয়া ও দুস্হদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আলোচনা সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি একেএম রহমতুল্লাহ অপুর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের ওসি (ডিবি) আমিনুর ইসলাম।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, টার্গেট নার্সিং কোচিং সেন্টারের পরিচালক হুমায়ুন কবির, স্নেহা নার্সিং কলেজের প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র সাহা, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি অজয় সরকার দুলু, যুগ্ন সম্পাদক রনজিৎ দাস, মহিলা বিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলীসহ আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ।
শুরুতে আলোচনা, দোয়া মাহফিল ও দুস্হদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এবং সকলের উপস্থিতিতে ইফতার করা হয়।##