সাংবাদিক মাওঃ শফকত হোসাইন চাটগামীর প্রতিষ্ঠিত, বাঁশখালী পৌরসভায় অবস্থিত দারুল কারীম পরিচালিত (ভিআইপি শাখা) বাঁশখালী মডেল মাদ্রাসা রমজানের পর আনুষ্ঠানিক ভাবে পাঠ্য কার্যক্রম চালু হচ্ছে।
পরিচালকের বক্তব্য :- বাঁশখালী মডেল মাদরাসা হবে সম্পুর্ণ জাকাত ফিৎরা ও ছদকা মুক্ত। আন্তর্জাতিক মানের শিক্ষক দ্বারা পরিচালিত বাঁশখালীর এই ব্যতিক্রমী মাদরাসাটিতে থাকবে শিক্ষার্থীদের জন্য সব ধরণের সুযোগ সুবিধা। থাকবে দারোয়ান ও সার্বক্ষনিক সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা। পলাতক ছাত্রদের জন্য কঠোর নজরদারি ও নিরাপত্তা প্রদান। কাপড় ছোপড় পরিস্কার, ধোয়া ও আইরনের জন্য ফ্রি লন্ড্রি ব্যবস্থা। আর স্বাস্থ্য ও মানসম্মত ৩ বেলা উন্নতমানের খাবার ও নাস্তা তো আছেই। হিফজের সাথে জেনারেল ৫ম শ্রেণী পযর্ন্ত বাংলা ইংরেজি ও গণিত শিক্ষা প্রদান। ফলে একটা ছাত্র হাফেজ হওয়ার পাশাপাশি ৫ম শ্রেণীতে উত্তীর্ণ হবে। ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
ভর্তির সাথে যা যা থাকছে,,
বালিশ, কম্বল, বেডসিট, মশারী, পাঠবই, কোরআন শরীফ, ব্যাগ, ডায়েরী মাদরাসা থেকে ফ্রি সরবরাহ করা হবে।
রমজানের পরই উদ্বোধন ইনশাআল্লাহ। বিস্তারিত সরাসরি অথবা টেলিফোনে জানতে পারবে।
বাঁশখালী মডেল মাদরাসার কার্যক্রম সফল হোক সেই দোয়া কামনা করি।
Leave a Reply