কাজল আইচ, উখিয়া
কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন কক্সবাজার জেলা প্রশাসক জনাব মামুনুর রশিদ মহোদয়,
মঙ্গলবার ৯মার্চ, বিকাল সাড়ে চারটায় পরিদর্শনে আসেন, পরিদর্শন শেষে রাজাপালং ইউনিয়ন পরিষদের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,
এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব আমিমুল এহসান খান,
এর আগে কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল কবির, মোঃ সালাহ উদ্দিন, মোঃ সাহজান, মীর শাহেদুল ইসলাম চৌধুরী, আব্দুল হক, আব্দুর রহিম, ইকবাল বাহার, মোঃ হেলাল উদ্দিন, কামরুন নেছা ও খুরশিদা বেগম সহ প্রমুখ।
এছাড়া উখিয়া উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস ও উখিয়া থানা পরিদর্শনের কথাও রয়েছে।