বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাজাপালং ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষণা ২০২২-২০২৩ অর্থ বছর।

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জন সম্পৃক্ততা, জবাবদিহীতা নিশ্চতকরণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে রাজাপালং ইউনিয়ন পরিষদ ২০২২-২০২৩ অর্থবছরের উম্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠানে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সচিব উম্মুক্ত বাজেট ঘোষণা পরিচালনা করেন মৃণাল কান্তি বড়ুয়া।

২৯ মে ২০২২ ইং, রবিবার সকালে রাজাপালং ইউনিয়ন পরিষদের আয়োজিত উম্মুক্ত বাজেট ঘোষণা সভায় রাজাপালং ইউনিয়নের নানা বাজেটের বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়নের সচেতন মহলের প্রতিনিধি রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম রোমান, ইউপি সদস্যা খুরশিদা বেগম, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রতন কান্তি দে, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সরোওয়ার আলম শাহীন, মৌলভী জাফর আলম, চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেদ, চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ বড়ুয়া, রাজনৈতিক নেতা কাজি আকতার উদ্দিন টুনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, রাজনৈতিক নেতা মোঃ সোহেল বিএ ও অন্যান্য নেতৃবৃন্দ।

বাজেট সভা অনুষ্ঠানে দোয়া মুনাজাত করেন মৌলভী জাফর আলম, ত্রিপিটক পাঠ করেন ইউপি সচিব মৃণাল কান্তি বড়ুয়া ও উখিয়া সদর পুরোহিত হারাধন চক্রবর্তীর গীতা পাঠের মধ্যেদিয়ে এ ২০২২-২০২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা সম্পন্ন করা হয়েছে এবং উক্ত রাজাপালং ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণাকালে ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।