বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

রাজাপালং ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া কক্সবাজার

৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে ও কক্সবাজার জনসভাকে সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের নির্দেশে ধারাবাহিক পর্যায়ে ওয়ার্ড আওয়ামী লীগের মত বিনিময় সভা চলমান রয়েছে। আজ তাঁরই ধারাবাহিকতায় রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল বিএ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জননেতা মোঃ সালাহ উদ্দিন মেম্বার, প্রধান বক্তার বক্তব্যে রাখেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ।

২৯ নভেম্বর, তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল হক। আরো বক্তব্য রাখেন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
এর আগে অতিথিবৃন্দদের ফুলের শুভেচ্ছা বিনিময় করেন অত্র ওয়ার্ডের সভাপতি- সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।