বৃহস্পতিবার , ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজাপালং ৯নং ওয়ার্ড কুতুপালং নাগরিকদের পক্ষ থেকে গণ সংবর্ধনা সভার আয়োজন

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিনিধি।

গত ১১ নভেম্বর ২০২১ খ্রিঃ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী টানা তৃতীয় বারের মতো নবনির্বাচিত হওয়ায় ২৪ নভেম্বর ২০২১ খ্রিঃ বুধবার বিকেল ৩ ঘটিকা হইতে শুরু হয়ে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বৃহত্তর কুতুপালংবাসীর পক্ষ থেকে বিশাল গণ সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বিশাল গণ সংবর্ধনায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব আবুল হোছাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, যুবলীগের সভাপতি জনাব মুজিবুল হক মুজিব, সহ-সভাপতি এড. এটিএম রশিদ আহমদ, শ্রমবিষয়ক সম্পাদক, রিয়াজুল হক রিয়াজ, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জনাব সাংবাদিক নুরুল হক খাঁন, জনাব হেলাল উদ্দিন মেম্বার।

প্রধান অতিথি কে বৃহত্তর কুতুপালং নাগরিকদের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জনাব নুরুল হক খাঁন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়

এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।