শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রামু উপজেলা চাকমার কুল ইউনিয়ন ৪নং ওয়াড়ে এক গৃহবধূর ফেটের বাচ্চা নষ্ট হওয়া অভিযোগ উঠেছে

প্রকাশিত হয়েছে-

কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন)

কক্সবাজার রামু উপজেলার চাকমার কুল ইউনিয়ন ৪নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকায় এক গৃহবধূর(আফনান) তিন মাসের নবজাতক গর্ভপাত নষ্ট অভিযোগ (আফনান)এবং স্বামী-আরমান।
এলাকার সুত্রে জানা যায় যে ,
গৃহবধুর স্বামী জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পুকুর পাড়ে পৌছলে পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী বাহিনী তাহার উপর হামলা চালায় ও গৃহবধুর স্বামী চিৎকারের এলাকার লোকজনের সঙ্গে গৃহবধ ও পুকুর পাড়ে চলে আসে।
একপর্যায়ে গৃহবধূ স্বামীকে সন্ত্রাসীরা লাঠিসোঁটা দিয়ে মারতে দেখে গৃহবধূ উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা গৃহবধূর উপরে ঝাপিয়ে পড়ে তলপেটে লাথি ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়।এবং আশেপাশে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যাই।
আত্মীয় স্বজনরা গৃহবধুকে সন্ত্রাসী বাহিনীর হাত থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন।
ঐ সন্ত্রাসীরা যথা (১)শাহাদাৎ হোসেন পিতা মুফিজুর রহমান , (২)-ফয়সাল পিতা ফরিদ ( ৩)-কামরুল হাসান জুয়েল পিতা মো: রুবেল, (৪)-ইমরান হাসান পিতা – গোলা রহমান (৫) আদনান পিতা – গোলা রহমান
সর্ব সাং সিকদার পাড়া ৪ নং ওয়ার্ড চাকমার কুল রামু।
আরও ১০/১২ জন অজ্ঞাত সন্ত্রাসীরা আছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলতেছে।