মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রামু উপজেলা ৯নং খুনিয়াপালং ইউনিয়ন ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার গিয়াস উদ্দিনের শোডাউন

প্রকাশিত হয়েছে-

সাইফুল ইসলাম আজাদঃ- কক্সবাজার সদর প্রতিনিধি,

রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিপুল ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হয়েছেন মোঃ গিয়াস উদ্দিন। তার এই জয়ে বিশাল জনতার বহর নিয়ে গতকাল তার নির্বাচনী ওয়ার্ডে শোডাউন করেছেন তিনি।

শনিবার এলাকার লোকজন নিয়ে পুরো ওয়ার্ড চক্কর দেন তিনি। এসময় পূর্ব ধেছুয়াপালং, মাদ্রাসাপাড়া,হাকিম আলী বাপেরপাড়া আবুল বন্দর, চরপাড়া এলাকার হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন গিয়াস উদ্দিন।

শোডাউন শেষে তিনি বলেন, আমি গণমানুষের মেম্বার। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনকে হেয় করে কথা বলবেন না। যারা এবার ভোট দেয়নি, ইনশাল্লাহ আগামীবার দিবে।

আমার কারো প্রতি প্রতিহিংসা নেই। সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই।
এ সময় আবেগাপ্লুত হয়ে গিয়াস উদ্দিন মেম্বার বলেন, ৪নং ওয়ার্ডের মানুষের এই ঋণ আমি জীবনেও ভূলব না। সুখে, দু:খে আমি সকলের পাশে থাকতে চাই।

বিজয় মিছিলে এলাকার হাজারো জনতা অংশ নেন।
প্রসঙ্গতঃ বৃহস্পতিবার দ্বিতীয় দফা অনুষ্টিত নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে ৮৪২ ভোট পেয়ে মোঃ গিয়াস উদ্দিন বেসরকারি ভাবে মেম্বার নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহে ৪৭২ ভোট পান।