কক্সবাজারের সদর থানাধীন সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা হতে র্যাব-১৫ এর অভিযানে সালাউদ্দিন গ্রুপের মূলহোতা সালাউদ্দিনসহ কিশোর গ্যাং ৫ জন আটক করা হয়।
১৭ মার্চ ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার রাত ১১.৩০ ঘটিকার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে, কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার সুগন্ধা পয়েন্ট বীচে প্রবেশ পথের মূখে রাস্তার উপর কতিপয় অপরাধী মাদক সেবন করে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য ঘোরাফেরা করছে। তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে মূলহোতা ১ মোঃ সালাউদ্দিন (৩২), পিতা-আবুল কাশেম, সাং- নাইব্বাবাজ, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমানে ভাসমান রিক্সা চালক কানাইয়া বাজার, ৬নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার। ২ মোঃ রশিদ উল্লাহ (৩৫), পিতা-মৃত নবী হোসেন, সাং-পাহাড়তলী, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। ৩ মোঃ জোহার (১৭), পিতা-মনির আহাম্মদ। ৪ মোঃ রফিকুল ইসলাম (১৬), পিতা- মোঃ লাল মিয়া। ৫ মোঃ ইউনুস (১৫), পিতা- দিল মোহাম্মদ, সাং- ইসলামপুর (আব্দুল হকের ঘোনা), ৭ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারদের ধৃত করে। গভীর রাতে উক্ত স্থানে অবস্থানের কারণ জিজ্ঞাবাসাদে তারা সদুত্তোর দিতে ব্যর্থ হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি ড্যাগার ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই কিশোর গ্যাং এর সদস্য, পেশাদার ছিনতাইকারী, তারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে, নিজেদের দখলে ছুরি, চাপাতি (অস্ত্র) রেখে বিভিন্ন লোক জনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধমূলক কার্যক্রমে জড়িত।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply