শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

লামায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

 নিজস্ব প্রতিবেদক বান্দরবান :

সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর কর্মসূচীর অংশ হিসেবে পার্বত্য বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।(১১ই ফেব্রুয়ারি) শনিবার গজালিয়া বাজার ও গতিরাম পাড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ রবিউল্লা মেম্বারের সভাপতিত্বে শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলা সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবু বাথোয়াইচিং মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামিলীগ দপ্তর সম্পাদক ও বান্দরবান কৃষকলীগ এর অন্যতম সদস্য অজাহা ত্রিপুরা। সমাবেশ অনুষ্ঠান উপস্থিত ছিলেন গজালিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক উশোঞোয়াই মার্মা জয়, গজালিয়া ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক ইলিশাই ত্রিপুরা মেম্বার। জাতীয় শ্রমিক লীগ আহ্বায়ক মোঃ মুছা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ কামাল উদ্দিন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ অত্র ইউনিয়ন সকল গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাত বর্তমান সরকারের উন্নয়ন দেখে হতাশ হয়ে পড়েছে। এখন তারা আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর নির্দেশনামতে তৃণমূল পর্যায়ে আমরা রাজপথে আছি। বিএনপি- জামাত যতই শক্তিশালী হোকনা কেন দেশে কোন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে আওয়ামীলীগ, কৃষক লীগের, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন-এদেশের স্বাধীনতা, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিয়েছেন- এ দেশের অর্থনৈতিক মুক্তি।যেকোন পরিস্থিতি মোকাবিলায় সহযোগী সংগঠন সহ বাংলাদেশ আওয়ামীলীগ মাঠে থাকবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবে।

এসময় আওয়ামীলীগের নেতা বক্তব্যে বলেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় পুনরায় ভোট দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে”।

বলেন,“মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় যাতে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারেন সেজন্য আগামী জাতীয় নির্বাচনে নিজেদের ভেদাভেদ ভুলে সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে”।