লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে ৫জনক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের বালুরচর গ্রামের ৬নং ওয়ার্ডে ২২ মে বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বালুরচর গ্রামে বালুরচর হাট এলাকার ইব্রাহিমদের সাথে একই বাড়ির রফিজলরা শত্রুতা করে আসছে। সুযোগ পেলেই বিভিন্ন অজুহাতে বকাবকি, হামলা ও মারপিট করে। অর্থ বিনষ্ট করে এবং নানাভাবে হয়রানি করে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ইব্রাহিমদের হাঁস পুকুরে নামলে রফিজল ও তার স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করায় রফিজল, শাহাবুদ্দিন শাফু, হাবিবুল্লাহ হাবু ও মিনারাসহ আরো কয়েকজন মিলে ইব্রাহিমকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তার মাথায় রক্তাক্ত কাটা জখম হয়। তাকে উদ্ধার করতে এলে আরজু, ইসমাইল, মফিজকে পিটিয়ে আহত করে। মারপিটের সময় হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নেয়। আহতদের লালমোহন হাসপাতালে আনা হয় এবং গুরুতর আহতদের ভর্তি করা হয়। তারা ন্যায় বিচার দাবী করেন।
Leave a Reply