লিবিয়ায় ভয়াবহ সামুদ্রিক ঘূর্ণিঝড় ও সৃষ্ট বন্যায় ২০ হাজারের অধিক লোক নিহত এবং বহু লোক নিখোঁজ ও আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে নিহতদের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, গত ৯ আগস্ট রাতে লিবিয়ায় ভয়াবহ সামুদ্রিক ঘূর্ণিঝড় ও সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ২০ হাজারের অধিক লোক নিহত এবং বহু লোক নিখোঁজ ও আহত হয়েছে। হাজার হাজার ঘর-বাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় ও বন্যায় নিহতদের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং লিবিয়ান সরকার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
পীর সাহেব চরমোনাই নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে মহান আল্লাহ তায়ালা শিগগিরই যেন আহতদের দ্রুত আরোগ্য দান করেন। লিবিয়ান সরকার ও জনগণ এ শোক ও সম্পদের ক্ষয়ক্ষতি সহজেই কাটিয়ে উঠতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।
Leave a Reply