বৃহস্পতিবার , ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

লোহাগাড়ার আধুনগরে জনগণের দুর্ভোগের খবর পেয়ে তাৎক্ষণিক পরিদর্শনে যান এসিল্যান্ড

প্রকাশিত হয়েছে-

বিশেষ  প্রতিনিধি চট্টগ্রামঃ-

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয় সংযোগ রেললাইন সংলগ্ন সড়কটি ভারী বর্ষণের কারণে সড়কটি বেহাল দশায় পরিনত হয়েছে।
যান চলাচল ও জনগণের এমন দুর্ভোগের খবর পেয়ে তাৎক্ষণিক সরেজমিন পরিদর্শনে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

৩০ মে”২০২২ইং সোমবার দুপুর ২টার দিকে সড়কটি পরিদর্শন যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, আধুনগর উচ্চ বিদ্যালয়ের
রেললাইন সংলগ্ন আধুনগর-বড়হাতিয়া সড়কটি ভারী বর্ষণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই দুর্ভোগের খবর পেয়ে জনগণ ও চলাচলের সুবিধার্থে সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে নির্দেশনা প্রদান করা হয়। এসময় সড়কটি দ্রুত সংস্কারের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অাধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন, রেললাইনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল জামান সহ আরও অনেকেই।