বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

লোহাগাড়ায় অবৈধ আকাশমনি গোলকাঠ সহ একটি ট্রাক গাড়ি আটক করেছে পদুয়া বনবিভাগ

প্রকাশিত হয়েছে-

বিশেষ প্রতিনিধি,

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাঁন্দা নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আকাশমনি গোলকাঠ সহ একটি ট্রাক আটক করা হয়েছে পদুয়া বনবিভাগ।

১৬ই মার্চ”২০২২ইং বুধবারে এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।

এ ব্যাপারে পদুয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশে পদুয়া রেঞ্জ কর্তৃক লোহাগাড়া উপজেলার চান্দা নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আকাশমনি গোলকাঠ সহ একটি ট্রাক গাড়ি আটক করেছি। যার গাড়ি নং-চট্রমেট্রো-ট-১১-৩২৫৫।

এ ব্যাপারে বন মামলা রুজু করা হয়েছে। গাড়ি এবং জব্দকৃত আকাশমনি গোলকাঠগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানকালে বনবিভাগের বনকর্মীরা উপস্হিত ছিলেন।