মোঃ সেলিম হাসান সরকারি নাজির আখতার কলেজ ক্যাম্পাস প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলা উপজেলা দিগদাইড় ইউনিয়নে ঐতিহ্য লোহাগাড়া মেলা বসেছে। বাহারি খাবার ও পূর্ণের স্টল।মুড়ি-মলা, ফুসকা- চট্টপটি, দই -মিষ্টির রঙ্গিন নাগরদোলা ও ভিন্ন মাটির তৈরি খেলনা মেলার রুপ ফুটিয়ে তোলে৷
আয়োজকরা জানান, বছরের পর বছর ধরে এই মেলা চাঁদের ৩ তারিখে বসে।
মেলার প্রথম দিনে মিষ্টির চাহিদা বেশি পরের ২ দিন কাঠের তৈরি আসবাবপত্র সিলভার, স্টিলের তৈরি আসবাবপত্রের চাহিদা।
এদিকে এলাকাবাসী উৎসব মেটে উঠেন। স্থানীয় মুকুল মিয়া বলেন- আমরা দাদার আমল থেকে দেখে আসচ্ছি। এ মেলা আসলে বউ বাচ্চা কাচ্চা ও নাতি নাতনিদের সঙ্গে নিয়ে আনন্দ করি৷ দুবছর করোনার জন্য সে আনন্দ করতে পারি নাই। এখন আগের রুপে ফিরে পেয়ে সত্যি অনেক আনন্দিত।
প্রথমবার বাবা হয়ে মেলায় নিয়ে আসে আজাদুল তার কন্যা জান্নাতকে । স্মৃতিচার করে বলেন- আগে আমার আব্বা কান্দে কইরা মেলায় আনছিল। মেলা কইরা হেঁটেই বাড়িত আনছে। আইজ আমিও আমার মাইয়ারে কান্দে কইরা আনছি।
এটা শুধু ঐতিহ্য মেলা না এটা একটি মিলনমেলা। এলাকার বসবাস করা প্রায় প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজনের উপস্থিতি।
এটি বাঙালির ঐতিহ্য। ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর আয়োজন করুক মিলনমেলার।
Leave a Reply