মঙ্গলবার , ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লোহাগাড়ায় দরবেশহাট মাওলা পাড়ায় আগুনে পুড়ল দু্ই বসতঘর।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

লোহাগাড়ায় আগুনে পুড়ল দু্ই বসতঘর
চট্টগ্রামের লোহাগাড়ায় গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে দুইটি বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের মাওলা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গরু ও মারা গেছে বলে জানা গেছে।
সাতকানিয়া ফায়ার স্টেশনের দুটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ১০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া ফায়ার স্টেশনের অফিসার জুলহাস উদ্দিন বলেন, দরবেশহাট মাওলা পাড়া এলাকায় গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগে। রাত ৮টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।