মঙ্গলবার , ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লোহাগাড়ায় দুই সাজাপ্রাপ্ত আসামী আটক

প্রকাশিত হয়েছে-

(বিশেষ প্রতিনিধি),

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশন হতে দুই সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে থানা পুলিশ।

আসামীরা হলেন- উপজেলার রশিদার পাড়ার মৃত আলী হোসেনের পুত্র মুহাম্মদ হাসান (৪২) এবং আমিরাবাদ ইউনিয়নের মাস্টার হাট এলাকার মৃত সাহেব মিয়ার পুত্র মুহাম্মদ ইদ্রিস (৪৮)।

এব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান জানান, ইদ্রিস বান্দরবানের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী এবং হাসান এনআই এক্টের মামলায় ৬ মাসের সাজা রয়েছে। তারা গোপনে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে থানার সেকেন্ড অফিসার এসআই যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে পুলিশের একটি টিম বটতলী মোটর স্টেশন হতে সাজাপ্রাপ্ত আসামী হাসান এবং ইদ্রিসকে আটক করতে সক্ষম হয়।

তাদেরকে আদালতে সৌপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।