(বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ি হাবিলাশপুরে সরকার ঘোষিত আইনকে অমান্য করে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মাটি কাটার একটি এক্সকেভেটর ও একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।
১৭ মে”২০২২ইং মঙ্গলবার সুখছড়ি হাবিলাশপুর ব্রিজ এর পূর্ব পার্শে বেলা ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি হাবিলাশপুর ব্রিজ এর পূর্ব পার্শে সরকার ঘোষিত আইনকে অমান্য করে মাটি কাটছিলো একটি প্রভাবশালী চক্র। উপস্থিতি টের পেয়ে মাটি খেকোরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল হতে একটি এক্সকেভেটর ও একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, উপজেলা আনসার বাহিনীর সদস্যরা সহ আরও অনেকেই।