শনিবার , ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২২শে সফর, ১৪৪৭ হিজরি

লোহাগাড়ায় ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে-

লোহাগাড়ায় ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী আটক

(বিশেষ প্রতিনিধি)

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে
১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল ০৯ এপ্রিল”২০২২ইং রাতে লোহাগাড়া উপজেলার চুনতী ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার টেকনাফের পুর্ব মহেশখালীয়া পাড়ার নুরুল আলমের পুত্র নুরুল আবছার (১৯) অন্যজন হচ্ছে লোহাগাড়া উপজেলার পদুয়া আলি সিকদার পাড়ার মোস্তফিজুর রহমানের পুত্র হানিফ (২২)।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নির্দেশে এস.আই সামশুদ্দৌহার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এদিকে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ (১০ এপ্রিল) সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।