চট্টগ্রামের লোহাগাড়ায় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা-কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার মৃত্যু সুলতান আহম্মদের পুত্র মোঃ বশির আহম্মদ (৩৮) ও কক্সবাজারের টেকনাফ উংচিপ্রা এলাকার লাল মিয়ার পুত্র সৈয়দ হোসেন (৩০)।
থানা সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নির্দেশে এবং এসআই সামশুদ্দৌহার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছথেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply