শুক্রবার , ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে সফর, ১৪৪৭ হিজরি

শনিবার বাঁশখালী চাম্বল মাদরাসার বার্ষিক সভা

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

আমাগী ৩০ জানুয়ারি ২১ ইং শনিবার সারা দিন ব্যাপী চট্টগ্রামের অন্তর্গত
বাঁশখালী চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার ৬৭ তম বার্ষিক সভা অনুষ্টিত হবে। ঐত্যিহ্যবাহি এই মাদরাসায় দেশবরেণ্য আলেম ওলামা বয়ান করার কথা রয়েছে।বাঁশখালীতে এই প্রতিষ্ঠানের সুনাম বেশ সুনাম রয়েছে।চাম্বল ইউনিয়নে অবস্থিত এই মাহফিলকে ঘিরে প্রতি বছর ঈদের অামেজ বিরাজ করে।চাম্বল অালেম ওলামা অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে মাদরাসার সভাকে ঘিরে অালেম ওলামাদের মিলন মেলায় পরিণত হয়।

মাদরাসার বর্তমান পরিচালকের দায়িত্ব পালন করছেন অালহাজ্ব আল্লামা শাহ্ আবদুল জলিল সাহেব দাঃ বাঃ।তিনি একজন নির্মোহ ও বুজুর্গ অালেম।যার বয়ানে বহু মানুষ পাপাচার থেকে ফিরে এসেছে।প্রতি বছরের ন্যায় এ বছরেও মাহফিল সফলভাবে সম্পন্ন হবে অাশাবাদী।সভা উপলক্ষ্যে দূর- দূরান্ত থেকে ধর্মপ্রাণ তৌহিদী জনতার অাগমন ঘটে।সভায় দেশের বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষকদের উপস্থিতি থাকে চোখে পড়ার মত।মোহতামিম সাহেবের পক্ষ থেকে সর্বস্থরের জনতাকে সভার দাওয়াত করা হয়েছে।