শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি’র পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

আমজাদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি

 

আনোয়ারায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আনোয়ারা উপজেলা জোনের উদ্যোগে পারকী সৈকত সংলগ্ন লুসাই পার্কে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ১৩০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে টেলেন্টপুল, এ গ্রেড ও সাধারণ গ্রেড তিন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট,সনদপত্র,নগদ টাকা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি আনোয়ারার কেন্দ্র প্রধান মাস্টার মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে জাহেদুল হক ও এস.এম. গোফরান’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ওষখাইন শাহ আলী রজা (রহ.) আলীম মাদ্রাসার পরিচালক শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া, প্রধান অতিথি ছিলেন বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, প্রধান বক্তা শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি’র কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা সদস্য জাবেদ আহমদ খান জাকি।
অনুষ্ঠানে প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষা,সমাজসেবা, ধর্মীয় ও কোভিট মোকাবেলায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পাওয়া সংবর্ধেয় অতিথিরা হলেন, মুহাম্মদ মুজিবুর রহমান, মুহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী, এম এ রশিদ ও পীরজাদা মাওলানা নিজাম উদ্দিন সিদ্দিকী।
এসময় অতিথিবৃন্দ এবার প্রকাশিত “উম্মেষ” নামক ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন।
অনুষ্ঠানে বক্তারা, আজকের শিশুকে আগামীদিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গঠনে হালিম-লিয়াকত স্মৃতি সংসদের শিক্ষামূলক কর্মকান্ডের প্রশংসা করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ মোরশেদ আলম মুন্সি, মুহাম্মদ ছবুর, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ শেখ সেলিম, মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আজিজুর রহমান।
বৃত্তি পরিচালনা কর্মকর্তাদের মধ্য উপস্থিত ছিলেন জাহেদুল হক, আলী জিন্নাহ, আতিকুল ইসলাম, ফরহাদুল হক, এস.এম. গোফরান, আ.ন.ম.নাছির উদ্দীন, নুরুল করিম রিপন, আবু সালাম, আতিক হাসান সুমন প্রমুখ।