ইব্রাহীম মাহমুদ,
কক্সবাজার টেকনাফের সাবরাং ইউপিস্থ শাহপরীর দ্বীপে পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ২’শ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি কে আটক করেছে।
আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহ্পরীর দ্বীপে ডাঙ্গর পাড়ার এলাকার মোঃ লাল মিয়ার পুত্র আব্দুল হাসেম (২৯) ও সাবরাং কচুবনিয়া এলাকার সোলতান আহমদ এর ছেলে আলী আহমদ (২৬)।
শনিবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরে আলমের নেতৃত্বে শুক্রবার রাতে উপজেলার সাবরাং ইউপিস্থ শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার ৮নং ওয়ার্ডে থেকে আসামী আব্দুল হাশেমের বসত ঘর থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। যার মামলা নং- ১৪/১১৪।
জব্দকৃত মাদক আটক আসামিকে মাদক আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply