শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফি সাহেব ছিলেন এশিয়ার বিখ্যাত মুহাদ্দিস ও উম্মতের রহবার= ডা. আল্লামা,আ,ফ,ম খালিদ হোসাইন।

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক

 

জাতীয় ওলামা মশায়েখ আঈম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরীর তরবীয়তি সভায় বিশিষ্ট ইসলামীক স্কলার ও বুদ্ধিজীবি জাতীয় ওলামা মশায়েখ আঈম্মা পরিষদ এর কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতি প্রফেসর আল্লামা খালিদ হুসাইন প্রধান অতিথির আলোচনায় বলেন হযরত আল্লামা আহমদ শফি (রহ,)জীবনের বৃহৎ অংশ আলেম তৈরীর কাজে আত্মনিয়োগ করে গেছেন। তৈরি করেছেন হাজার হাজার আলেম। এন্তেকালের সামান্য সময় পূর্বে অপ্রত্যাশিত কিছু ঘটনায় আমরা মর্মাহত। আমরা সারা জীবন হাটহাজারী মাদ্রাসা ও হযরতের অবদান কে স্মরণ রাখতে চাই। তিনি ফেইসবুক ব্যবহারকারী সকলের নিকট বিনীত অনুরোধ জানান ফেইসবুকে আমরা কারো যেন সম্মানহানিকর কোন পোস্ট না দেয় এতে আমাদের দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হবে। তিনি জাতীয় ওলামা মশায়েখ আঈম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরী আয়োজিত তরবীতি মাহফিলে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। মাওলানা মনসুরুল হক জিহাদী সভাপতিত্বে চট্টগ্রাম দেওয়ানহাট আজমা কমপ্লেক্স এ মহানগর সেক্রেটারি মাওলানা শেখ আমজাদ হুসাইনের উপস্থাপনায় অনুষ্ঠিত তরবীয়তে মহানগরীর দায়িত্বশীল বিভিন্ন জামে মসজিদ এর খতীব গণ,মাদ্রাসার পরিচালক ও বিভিন্ন থানা ও ইউনিটের ওলামা মশায়েখ ও ইমাম গণ বক্তব্য রাখেন। সভায় আগামী ৯ অক্টোবর ২০২০ জুমাবার জাতীয় ওলামা মশায়েখ আঈম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরীর ব্যবস্থাপনায় চট্টগ্রাম তালিমুল কোরআন কমপ্লেক্স এ নব নির্মিত কেন্দ্রীয় জামে মসজিদে শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি (রহ) জীবন ও কর্ম আলোচনা শীর্ষক বিশাল জীবনি আলোচনা ও দোয়া মাহফিল সফল করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। সভা শেষে শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি (রহ) ও সমকালীন সময়ে মৃত্যু বরণকারী ওলামা ও দ্বীনি বন্ধুদের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ড,আ,ফ,খালিদ হুসাইন সাহেব।