বুধবার , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের গেইট

প্রকাশিত হয়েছে-

ডেস্ক রিপোর্ট

কক্সবাজারের দক্ষিণ অঞ্চলের একমাত্র মহিলা শিক্ষা প্রতিষ্ঠান উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের গেইট ফলক শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

উখিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজটি ৪ এপ্রিল ১৯৯৯ খ্রিঃ প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম নুরুল ইসলাম চৌধুরী (প্রকাশ ঠান্ডামিয়া চেয়ারম্যান)
আজ থেকে ২২ বছর পূর্বে তাঁহার সুযোগ্য পুত্র অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী’র সার্বিক প্রচেষ্টায় ও কক্সবাজার জেলা পরিষদের অর্থায়নে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের গেইটের কাজ সম্পন্ন হয়েছে এবং যথাসময়ে কক্সবাজারে দক্ষিণ অঞ্চলের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের গেইট শুভ উদ্বোধন হবে বলে জানান উক্ত কলেজের অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী,

তিনি বলেন অত্র এলাকার নারী শিক্ষার মান উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র মমতাময়ী মাতার নামে আমার বাবা উক্ত কলেজটি প্রতিষ্টা করেন, তারই ধারাবাহিকতায় উক্ত কলেজের একটি গেইট ফলক করতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।