মঙ্গলবার , ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি

শুক্রবার চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ ময়দানে ঐতিহাসিক শানে রেসালাত সম্মেলন

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

আগামী (১৭ জুন) শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ (বিশ্ব মসজিদ) ময়দানে ঐতিহাসিক শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মুসলিম উম্মাহর প্রাণস্পন্দন আখেরী নবী হযরত মুহাম্মদ (সা.)এর মর্যাদা ও শানের উপর গুরুত্বপূর্ণ বয়ান করা হবে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলামের আমীর ও জামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা.বা.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ-এর সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া (দা.বা.)।