সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সচেতনতা বৃদ্ধি এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার লক্ষে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ক্লাস নিলেন, ওসি সুমন কুমার

প্রকাশিত হয়েছে-

এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

আসুন আমরা আমাদের সন্তানকে প্রধানমন্ত্রীর কাঙ্খিত ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলি এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ইভটিজিং,বাল্যবিবাহ,যৌতুক,
নারী নির্যাতন, গুজব, জঙ্গীবাদ, সন্ত্রাস,মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার লক্ষে উদ্বুদ্ধকরন ক্লাস নিলেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব সুমন কুমার মহন্ত।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দিওর ইউনিয়নের বেপারিটোলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এই উদ্বুদ্ধকরণ ক্লাস নেন তিনি।
এসময় সেখানে বিট পুলিশিং অফিসার এসআই মোঃ তাজরুল ইসলাম এবং উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাফিসহ অন্যান্য শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।