শনিবার , ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সরই ব্যাডমিন্টন টুর্নামেন্ট”২০২২ইং ফাইনাল খেলা সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

ইসমাইল হোসেন সোহাগ:- বিশেষ প্রতিনিধি,

‘‘শীত মানেই ব্যাডমিন্টন, শীতের রাতে চাঙ্গা হতে তারুণ্যের আশ্রয়’’ এ স্লোগানে বান্দরবানের লামা উপজেলার ৫নং সরই ব্যাডমিন্টন টুর্নামেন্ট-এর আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৫ মার্চ”২০২২ইং শনিবার রাতে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশন টিমকে পরাজিত করে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ি একাডেমি চ্যাম্পিয়ান হয়।

উক্ত টুর্নামেন্টে সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোম্পানির সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির সম্মানিত ইনচার্জ (আই.সি) মোঃ দেলোয়ার হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন সরই হামেলা হোসেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মোঃ কামাল উদ্দীন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম কন্ট্রাক্টর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল আলম, সরই বনবিভাগের বিট কর্মকর্তা মোঃ সানাউল্লাহ, এএসআই মুফিজুল ইসলাম, এএসআই জয়নাল আবেদীন, ডাঃ রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ তৌহিদুল ইসলাম, দেলোয়ার চৌধুরী, মোঃ নুরুল আমিন মনু সাওদাগর, মোঃ জাগির, রিদুওয়ানুল হক, আবু রাশেদ।

উক্ত ফাইনাল খেলায় আরও ছিলেন, মাস্টার শহিদুল ইসলাম, নুরুল আমিন, সরই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, মোঃ মামুন, শেফায়েত উল্লাহ, মোঃ সজিব, মোঃ আরিফ, শাকিল, জিসান, রুবেল, নুরুন্নবী, ক্যামরা ম্যান উত্তম সহ ইলেকট্রনিকস মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও হাজারো ক্রীড়া প্রেমি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জমকালো আতশবাজির পরে চ্যাম্পিয়ান কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ি ব্যাডমিন্টন একাডেমি এবং রানার্স আপ বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশন টিমের হাতে ট্রফি ও চেক তুলে দেন অতিথিরা। সেরা খেলোয়াড় মোহাম্মদ জিহাদ এবং কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির সেরা টিম ম্যানেজার অপায়ন চক্রবর্তী রাজ ট্রফি অর্জন করেন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবু সুফিয়ান ও সহকারী ছিলেন লাভলু, শেখ আহমদ, শেফায়েত, নোমান, রাসেল। ধারাভাষ্যকার ছিলেন সরই ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ। পুরো খেলার আয়োজক হিসেবে ছিলেন কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির দক্ষ কনস্টেবল অপায়ন চক্রবর্তী রাজ।

উল্লেখ্য, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ২৪টি দলের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে গত ১০ ফেব্রুয়ারী সরই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজনে শুরু হয় এ শীতকালীন খেলা।