সাংবাদিকঃশফকত হোসাইন চাটগামীর রোগমুক্তির দোয়া কামনা করেছেন,সাংবাদিক আলমগীর ইসলামাবাদী

বার্তা সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক ছাত্র নেতা ও সাবেক সফল সংগ্রামী সভাপতি, বাঁশখালী জলদী দারুল কারীম মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক সাংবাদিকঃ শফকত হোসাইন চাটগামীর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন,
আওয়ার বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক, আওয়ার বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকম এর বিশেষ প্রতিনিধি,Bplus24 tv.com এর স্টাফ রিপোর্টার,আওয়ার টাইমস২৪.কম এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি,দৈনিক বর্তমান খবর পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি,ঢাকা সমাচার পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি,উখিয়া ভয়েস২৪.কম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি,ভয়েস ৭১ বিডি২৪.কম চট্টগ্রাম জেলা প্রতিনিধি,দৈনিক মদিনা কন্ঠ পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক সাংবাদিক আলমগীর ইসলামাবাদী।

ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিবক্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সফল সংগ্রামী সভাপতি, দৈনিক চট্টগ্রাম মঞ্চ, দৈনিক বাশখালীর খবর পত্রিকার সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক সাংবাদিক আলহাজ্ব মাওলানা শফকত হোসাইন চাটগামী Safkat Chatgami সাহেব মোটরসাইকেল এক্সিডিন্ট করে দুই হাতে ও দুই পায়ে প্রচন্ড আগাত লাগছে পায়ে প্লাস্টার করা হয়েছে।

আল্লাহ তায়ালা এই বীর চট্টলার গৌরব সহযোদ্ধা Shafkat catgami কে দ্রুত পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুক,আমিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *