চট্টগ্রাম প্রতিনিধি
আজ ১৮ রমজান ২০ এপ্রিল ২২,বৃহস্পতিবার, পাঁচলাইশ, চট্টগ্রাম দারুল হিদায়া তাহফিজুল কুরআন মাদরাসার হল রুমে, মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক ও পাঁচলাইশ মক্কী মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা ক্বারি আবুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ্ এর তত্বাবধানে ও ছোট ভাই হাফেজ মাওলানা শাকের উল্লাহ’র আন্তরিক প্রচেষ্টায় ১৮ এ রমজানের বিতরে অত্র মাদরাসার মেধাবী ছাত্র সাংবাদিকঃ আলমগীর ইসলামাবাদীর বড় ছেলে রহমতুল্লাহ বিন আলমগীর ইসলামাবাদী একই রমজানের মধ্যে ২য় খতমে তারাবী শেষ করার সফলতা অর্জন করেছে,আলহামদুলিল্লাহ।
রহমতুল্লাহ বিন আলমগীর ইসলামাবাদী গত ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার তত্বাবধানে, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদরাসা কতৃক আয়োজনে ৪২ তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতায় ২য় গ্রুপে প্রথম স্থান অর্জন করে, জামিয়া পটিয়া মাদরাসার প্রধান মহাপরিচালক আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী সাহেব হজুর হাফিজাহুল্লাহ্’র হাত থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন।
রহমতুল্লাহ বিন আলমগীর ইসলামাবাদী ৭-৮ বছর বয়সে কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা নূরানী প্রথম ও ২য় ক্লাস শেষ করে ৮ বছর বয়সে চাচা হাফেজ মাওলানা শাকের উল্লাহ’র তত্বাবধানে হিফয খানায়ৃ ভর্তি হয়ে ১১ বছর বয়সে ৩০ পারা কুরআন শরীফ হিফয সবক সমাপ্তকরে, দাওর চলা অবস্থায় আজ ১৮ রমজানের মধ্যে ২য় খতমে তারাবী শেষ করার শুভাগ্য লাভ করেছে।
রহমতুল্লাহ বিন আলমগীর ইসলামাবাদী ২০১০ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সুবহে সাদেকের সময় শুক্রবারে বাঁশখালী উপজেলার আওতাধীন চাম্বল ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডে অবস্থিত পশ্চিম চাম্বল মওলানা জামাল উদ্দিন সাহেবের বাড়ি নিবাসী সফল দাদা জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেবের বড় ছেলে,পিতাঃ সাংবাদিক এইচ এম আলমগীর ইসলামাবাদীর ঘরে,মাতাঃ পেকুয়া বারবাকিয়া নিবাসী মৌলভী বাজার ফারুকীয়া ইসলামিয়া আলিয়া মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক পীরে কামেল আলহাজ্ব আল্লামা শাহ্ মোহাম্মদ ওমর ফারুকী (রহ.) এর আদরের ছোট মেয়ে মাতাঃ মোছাম্মৎ উম্মে সালমা (রুমীর) খোলে ফুট ফুটে এক ভবিষ্যৎ আশার আলো জন্ম গ্রহণ করেন।
রহমতুল্লাহ বিন আলমগীর ইসলামাবাদীর এই সফলতা অর্জনে যাদের আন্তরিকতা ও প্রচেষ্টা প্রথমে মাতা-পিতা,দাদা-দাদি,চাচা,ফুপি,২য় প্রচেষ্টা প্রাথমিক নূরানী শিক্ষা শেখেরখীর সরকার বাজার মুনীরিয়া ইসহাকীয়া মাদরাসার পরিচালক মাওলানা আবুল হোসেনসহ মাদরাসার শিক্ষক বৃন্দ, ৩য় যাদের সবচাইতে প্রচেষ্টা উল্লেখ যোগ্য পিতাঃ সাংবাদিকঃ আলমগীর ইসলামাবাদী ছেলেকে দ্বীনের পথে সুদক্ষ পরিচালনা ও চাচা হাফেজ মাওলানা শাকের উল্লাহ’র সুনজর ও তত্ত্বাবধানে, মাদরাসার শিক্ষক বৃন্দের আন্তরিক মেহেনত ও প্রচেষ্টার বদৌলতে আজ শিশু রহমতুল্লাহ থেকে হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ হিসেবে পরিচিতি লাভ করেছে। ভবিষ্যতে সকলের দোয়া ও আন্তরিক ভালবাসার মাধ্যমে বাকি পড়া-লেখা যেন শেষ করতে পারে এটাই কামনা।
পরিশেষেঃ-
যে সমস্ত আত্মীয় স্বজন,বন্ধু মহল ও শুভাকাঙ্ক্ষীরা আমার ছেলে রহমতুল্লাহ বিন আলমগীর ইসলামাবাদীর সফলতার জন্য দোয়া করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মা-আচ্ছালামঃ
পিতাঃ সাংবাদিক আলমগীর ইসলামাবাদী।
মাতাঃ মোছাম্মৎ উম্মে সালমা (রুমী)।
শেখেরখীল, বাঁশখালী, চট্টগ্রাম।