রবিবার , ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাংবাদিক শহীদুল্লাহর রোগমুক্তি কামনায় টেকনাফের বিএমএসএফের দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক বাংলা পত্রিকা ও একুশে সংবাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহর রোগ মুক্তি কামনা করেন টেকনাফে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সাংবাদিক কার্যালয়ে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন (বিএমএসএফ) টেকনাফ শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত সানি, অর্থ সম্পাদক এম এ হাসান, প্রশিক্ষণ সম্পাদক এস এন কায়সার জুয়েল, গবেষণা সম্পাদক মিজানুর রহমান মিজান, নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম,টেকনাফ পৌর প্রেসক্লাবের সদস্য মুহাম্মদ কিফায়তুল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন, টেকনাফ সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী আফসার উদ্দিন, আওয়ামী মোটর শ্রমিকলীগ সভাপতি সৈয়দ আলম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন (বিএমএসএফ) টেকনাফ শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম মাহমুদ প্রমূখ।