বুধবার , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাতকানিয়ায় ১৬টি ইউপি নির্বাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

বিশেষ প্রতিনিধি,

চট্টগ্রামের সাতকানিয়ায় দুইজনের প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। সাতকানিয়া উপজেলার ১৬টি ইউপির মধ্যে ৪টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ১২টিতে অনুষ্ঠিত হয় নির্বাচন। এতে আওয়ামী- লীগের প্রার্থী ৮টিতে এবং স্বতন্ত্র প্রার্থী ৪টিতে জয় পেয়েছেন।

০৭ ফেব্রুয়ারী”২০২২ইং সোমবার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরুর পরথেকে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এতে বাজালিয়া ও নলুয়া ইউনিয়নে দুইজন নিহত হয়। পরে রাতে ভোট গনণা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

চার ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- কেঁওচিয়ায় ইউনিয়নে মো. ওসমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ সেলিম উদ্দিন, পুরানগড় ইউনিয়নে আ ফ ম মাহাবুবুল হক সিকদার ও মাদার্শা ইউনিয়নে আবু নঈম মোহাম্মদ সেলিম।

এদিকে নির্বাচিত প্রার্থীরা হলেন- চরতী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো. রুহুল্লাহ চৌধুরী, নলুয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো. লেয়াকত আলী, কাঞ্চনা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী রমজান আলী, খাগরিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো. আকতার হোসেন, কালিয়াইশ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হাফেজ আহমদ, ধর্মপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী নাছির উদ্দিন টিপু, বাজালিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী তাপস কান্তি দত্ত এবং সোনাকানিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. জসিম উদ্দিন জয় পেয়েছেন।

অন্যদিকে ৪টি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আমিলাইষ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী, ঢেমশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মির্জা আসলাম সরওয়ার রিমন, পশ্চিম ঢেমশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রিদুয়ানুল ইসলাম সুমন, ছদাহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোরশেদুর রহমান জয় লাভ করেছেন।