চট্টগ্রামের সাতকনিয়া থানা পুলিশের অভিযানে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি মিনিট্রাকসহ গ্রেফতার ০২
সাতকানিয়া থানার মামলা নং-২৩ তারিখ- ২৩/০৮/ ২০২০ খ্রি: ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিলের ১০(গ)/২৬/৪১ মূলে এএসআই আব্দুল ওয়ারেছ সঙ্গীয় ফোর্সসহ ২২/০৮/২০২০খ্রি: রাত ০২.৩০ টায় সাতকানিয়া থানাধীন কেরানিহাট এলাকায় বড়মা মোটর ওয়ার্কসপের সামনে কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি মিনিট্রাকসহ আসামী- ০১। আব্দুর রাজ্জাক (২৫), পিতা- মৃত নুর মোহাম্মদ সাং- বালুখালী, হোয়াইকং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার ও আসামী ২। মোঃ তৌহিদুল ইসলাম (১৯), পিতা- ইয়ার মোহাম্মদ, সাং-চরখিজিরপুর, সিপাহিঘোনা, থানা-বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম’দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply