শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাতকানিয়া থেকে কক্সবাজারে বেড়াতে আসা টুরিস্ট থেকে টাকা পয়সা নিয়া গাড়িওয়ালা উধাও

প্রকাশিত হয়েছে-

স্টার রিপোর্টার কক্সবাজার,

আজকে ঈদের ৩য় দিনে সাতকানিয়া থেকে কক্সবাজারে বেড়াতে আসা টুরিস্ট থেকে টাকা পয়সা নিয়া এই নাম্বারে১১০২৬০ গাড়িটি উধাও। টুরিস্ট কলাতলী ডলফিনের একটু উপরে সবাই একসাথে ঝড় হয়ে তাঁকে,টুরিস্ট থেকে কিছু কথা জিজ্ঞেস করলে তাঁর বলে আমারা সাতকানিয়া থেকে ১০হাজার টাকা দিয়া একটি পিকআপ ভাড়া করে কক্সবাজার আসি,ঐ গাড়িতে আমাদের মালামাল আছে বলেন তারা মালামাল হলো দুইটি বড় বড় সাউন্ড বক্স, এবং যে লোকে গাড়িটা ভাড়া করে দেয় সেই লোকটিও গাড়ির সাথে উধাও হয়ে যায়।টুরিস্ট যখন ঘুরতে বীচের দিকে নেমেছে, ঘুরে এসে দেখে তাদের গাড়িটি উধাও হয়ে যায়।