শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাতকানিয়া-লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন ড.আবু রেজা নদভী এমপি

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

মুজিববর্ষে স্বাস্থ্যখাত, এগিয়ে যাবে অনেক ধাপ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
অজ (০৭ ফেব্রুয়ারী২১) রবিবার সারাদেশের ন্যায় চট্টগ্রামের সাতকানিয়া – লোহাগাড়ায়ও পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, দেশে টিকা আসার পর এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিল অনেকের মনে।

নেতিবাচক কিছু রাজনৈতিক প্রচারও তার সঙ্গে যুক্ত হয়েছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে নানা কথা। চিকিৎসকরা অভয় দেওয়ার পরও অনেকের মাঝে ভীতি আর শঙ্কা থেকে যায়। অথচ ইতিমধ্যে যারা টিকা নিয়েছেন তারা কোনো সমস্যা বোধ করেননি। অন্যান্য টিকার ন্যায় সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকাটা স্বাভাবিক। তিনি করোনা মহামারী থেকে সুরক্ষা পেতে সবাইকে নির্ভয়ে-নির্দিদ্বায় কোভিড-১৯ টিকা গ্রহনের জন্য আহবান জানান।

সকাল ১০ টায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদ ওসমানী। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী। উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুী, ডাক্তার মনজুর মোর্শেদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সারওয়ার উদ্দিন চৌধুরী, সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, যুগ্ম আহবায়ক হারেজ মুহাম্মদ, পৌরসভা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, স্থানীয় সাংসদ সহকারী একান্ত সচিব এসএম শাহাদাৎ হোসেন সাহেদ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, মোহাম্মদ আলমগীর, সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মুহাম্মদ ইদ্রিছ, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম প্রমূখ।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোভন, স্বাস্থ্য কর্মী মোহাম্মদ রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিলন কুমার ভট্টাচার্য, নার্স আলো দাশের টিকা গ্রহনের মাধ্যম কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দুপুর বারটায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর স্নেহাংশু বিকাশ সরকার, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ আরমান বাবু রোমেল, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, মোঃ সাজ্জাদ হোসাইন মিনহাজসহ হাসপাতালের কর্মরত চিকিৎসক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মুহাম্মদ হানিফের ভ্যাকসিন টিকা গ্রহণের মধ্যদিয়েই টিকা গ্রহন কার্যক্রমের উদ্বোধন হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু, ওসি জাকের হোসাইন মাহমুদ টিকা গ্রহন করেন।