বুধবার , ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাবরাং ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ সেলিম মেম্বার

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদ,

সাবরাং ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৪নং সাবরাং ইউনিয়ন পরিষদ,২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম মেম্বার। তিনি বলেন,
সাবরাং ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য,নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ঈদ শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ সেলিম মেম্বার বলেন,
ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

মোহাম্মদ সেলিম মেম্বার আরো বলেন,আমরা সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। পরম করুণাময় মহান আল্লাহ তা’য়ালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন।

শুভেচ্ছান্তে
মোহাম্মদ সেলিম মেম্বার
ইউপি সদস্য ১নং ওয়ার্ড
৪নং সাবরাং ইউনিয়ন, পরিষদ।