সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ জুন (শনিবার) বিকেল ৩টার সময় সাবরাং নয়াপাড়া নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ আওয়ামী লীগ সাবরাং ইউনিয়ন আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব সোনা আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবরাং ইউনিয়ন,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শরীফ মেম্বার,সাবেক ইউপি সদস্য সব্বির আহমদ, জেলা যুবলীগ নেতা মোহাম্মদ ইসমাইল সিআইপি, হাজী মীর আহমদ, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান মেম্বার প্রমুখ।
সিনিয়র সদস্য মোহাম্মদ ইসমাঈল সিআইপি বলেন,
দলে মীর জাফরের উপদ্রব বেড়েছে,দলে থাকতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মত কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে আহ্বায়ক আলহাজ্ব সোনা আলী বলেন,আমি সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগে থাকতে আমার কর্মীর উপর কোন কেউ ষড়যন্ত্র করলে নিজ দায়িত্বে তার পাশে থাকব।
যুগ্ম আহ্বায়ক আবুল কালাম বলেন, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগকে উজ্জীবিত করতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, টেকনাফ সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply