শুক্রবার , ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সারাদেশে ১দিনে ১কোটি কোভিড ভ্যাক্সিন ১ম ডোজ টিকাদান সম্পন্ন, ধন্যবাদ প্রধানমন্ত্রীকে

প্রকাশিত হয়েছে-

কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সারাদেশে ১দিনে ১কোটি কোভিড ভ্যাক্সিন ক্যাম্পেইন এর মাধ্যমে ১ম ডোজ টিকাদান সফলভাবে সম্পন্ন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানিয়ে উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠান সভায় বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য পরিবেশন শেষে কোভিড ১৯ ভ্যাক্সিন এর প্রতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানা অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোর্শেদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিল্টন সেন গুপ্ত ও রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, প.প কর্মকর্তা মেহেদী হাসান সহ বিভিন্ন উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ।

এছাড়াও রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইউপি সদস্য ইকবাল বাহার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৬ ফেব্রুয়ারী ২০২২ ইং, শনিবার বিকাল ৫টা হতে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্টানমালায় অংশ নিয়েছেন উখিয়া শিল্পকলা একাডেমীর শিল্পীগোষ্ঠী। এবং পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন মেধু কুমার বড়ুয়া ও এস এম জসিম।