সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সজল দাসের ইসলাম ধর্ম গ্রহণ

 

সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সজল দাস ২৩ এপ্রিল শুক্রবার জুম্মা’র নামাজের পর সোবহানীঘাট নোয়াব আলী জামে মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
সজল তালুকদার থেকে এখন নতুন নাম মোঃ ইশরাক আহমদ রাখা হয়েছে।
উপমহাদেশের প্রখ্যাত ওলী হজরত আব্দুল লতিফ ফুলতলী (র.) সাহেবজাদা মাওলানা কমর উদ্দীন চৌধুরীর মাধ্যমে শুক্রবার জুম্মা’র নামাজের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন সজল।


ইসলাম ধর্ম গ্রহণ করায় তার মুসলমান শুভাকাঙ্খীরা তাকে শান্তির ধর্ম ইসলামে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।
সিলেট মহানগর তাঁতী লিগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন “আলহামদুলিল্লাহ!!!
শান্তির ধর্ম,পরিপূর্ণ জীবন ব্যবস্থার ধর্ম-ইসলামে তোমাকে স্বাগতম প্রিয় ভাই আমার,ব্যক্তিগত পরিচয় নেই,ফেইসবুকের মাধ্যমে জানতে পারলাম।
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সজল তালুকদার আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সজল দাস থেকে এখন নতুন নাম মোঃ ইশরাক আহমদ রাখা হয়েছে।ফুলতলী শাহেবজাদা মাওলানা কমর উদ্দীন চৌধুরী সাহেবের মাধ্যমে আজ জুমার নামাজের পর ইসলাম ধর্ম গ্রহণ করে ভাই আমার। আল্লাহ পাক যেন স্নেহের ভাইকে ইসলাম ধর্মের একজন খাদেম হিসেবে কবুল করেন। আমিন”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *