মঙ্গলবার , ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে আহতদের আর্থিক সহায়তা দিলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল

প্রকাশিত হয়েছে-

(বিশেষ প্রতিনিধি),

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিদগ্ধ রোগীদেরকে আর্থিক সহায়তা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তৃণমূল থেকে উঠে সাবেক সফল ছাত্রনেতা মোঃ আমিনুল ইসলাম আমিন।

রবিবার (১২ জুন”২০২২ইং) দুপুরের দিকে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এসময় তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি অগ্নিদগ্ধ রোগীদের পাশে কিছুক্ষণ সময় কাটান এবং খোঁজ খবর নেন এবং নিজ উদ্যোগে আহতদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালাক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান এমপিএইচ, সহকারী পরিচালক ডা: রাজিব, ডা: রফিক উদ্দিন, ডা: রেজোয়ানুল রায়হান, ডা: নাবিলা নুর, আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন বাবলু, নাজিম উদ্দীন, যুবলীগ নেতা মোরশেদ, জুয়েল, মুনতাসীর সহ আরও অনেকেই।

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন এই মানবিক উদ্যোগ গ্রহণ করায় রোগী এবং রোগীর অভিভাবক সহ সর্বমহলেই প্রশংসা করেছেন এবং তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।