বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

স্কুল পড়ুয়া এক মেয়েকে উত্ত্যক্ত করায় ভাম্যমান আদালতে একজনের অর্থদণ্ড

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

স্কুল পড়ুয়া এক মেয়েকে উত্ত্যক্ত করায় নবাবগঞ্জ উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নের দাদুরিয়া গ্রামের শ্রী সুকারু বর্মনের ছেলে অভিযুক্ত চিরঞ্জিত বর্মন (২০)কে ১০ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২২ ফেব্রুয়ারি দুপুর অনুমান ১২.৪৫ ঘটিকার সময় নবাবগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার এ দণ্ড দেন।

অভিযুক্ত চিরঞ্জিত বর্মন গ্রামের প্রবীর সরকার এর মেয়ে মিথিলা সরকার (১৬)কে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়ার পথে বিভিন্নভাবে বিরক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিতে।আজ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় অভিযুক্ত শ্রী চিরঞ্জিত বর্মন(২০) ভিকটিম মিথিলা সরকারকে উত্ত্যক্ত করার সময় নবাবগঞ্জ থানা পুলিশ জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নির্দেশক্রমে পুলিশ উপ-পরিদর্শক বিভূতিভূষণ ব্রতী রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত চিরঞ্জিত বর্মন কে আটক করেন।

এ সময় নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। এবং অভিযুক্ত চিরঞ্জিত বর্মন তার দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে মেয়েকে উত্ত্যক্ত করার দায়ে দণ্ডবিধির ৫০৯ ধারায় অভিযুক্ত করে তাকে ১০(দশ) হাজার টাকা অর্থদণ্ড করেন।