শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের শোভাযাত্রা পালন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া উপজেলার উখিয়া স্টেশন সড়কে বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখা’র উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫০ বছর পূর্তি উদযাপনে বিজয়ের শোভাযাত্রার আয়োজনে অংশগ্রহণ করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগসহ সকল আওয়ামী ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা সম্মিলিত হয়ে স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষে এক বিশাল বিজয়ের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ খ্রিঃ বিকাল ৪ টার দিকে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ হইতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল বিজয় শুভাযাত্রা শুরু হয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজনের মধ্যেদিয়ে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভার মধ্য দিয়ে সম্পন্ন করা হয়।

উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের তিন তিন বারের নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী ককক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনছুর চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর , উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নুরুল হুদা, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জনাব সাংবাদিক নুরুল হক খাঁনসহ অসংখ্য উখিয়া উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল আওয়ামী এবং অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রার মিছিলে মিছিলে অংশগ্রহণ করেন।

সর্বশেষে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজ ডেস্ক উখিয়া ভয়েস টুয়েন্টিফোর ডটকম।