কাজল আইচ, উখিয়া কক্সবাজার
১৪ মে ২০২২ ইং, দুপুর ২টায়
হলদিয়া পালং আদর্শ কমিউনিটি সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ হলদিয়া পালং ইউনিয়ন ৩নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সভায় নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমির হোসেন।
সম্মেলন অনুষ্ঠান শুরুর আগে জাতীয় সংগীতের মধ্যদিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন উখিয়া -টেকনাফ সাংগঠনিক টিম, উপজেলা – ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম প্রধান শাহ আলম চৌধুরীর প্রকাশ (রাজা শাহ আলম) মহোদয়।
হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সম্মানিত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক টিম সদস্য সচিব ইউনুছ বাঙালি। উখিয়া-টেকনাফের সাবেক সংসদ ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী।
হলদিয়া পালং ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল ও সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ১৫০ জন সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি /সম্পাদক কে স্বতঃস্ফূর্ত
ভাবে ভোটের মাধ্যমে সভাপতি/ সাধারণ সম্পাদক প্রার্থী নির্বাচিত করেন,
হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজল করিম সিকদারের সঞ্চালনায় হলদিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভোটের মাধ্যমে সুষ্ট সুন্দর করে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম ঘড়ি মার্কা ৫৪ ভোটে বিজয় হয়েছে, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল হক ছাতা মার্কা নিয়ে ৫২ ভোট ও সাকের আলী আনারস ৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমির হোসেন ফুটবল মার্কা নিয়ে ৭৬ ভোটে সাধারণ সম্পাদক বিজয় হয়েছে, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাল উদ্দিন মোরগ মার্কা নিয়ে পেয়েছেন ৭১ ভোট।
Leave a Reply