হাটহজারী মাদরাসার ছদরে মুহতামীমের ইন্তেকালে শোক প্রকাশ

শোক বার্তা

 

হাটহাজারী মাদরাসার ছদর
মুহতামীম, বিখ্যাত আলেম ও বুজুর্গ হজরত আল্লামা শাহ আহমদ শফির ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তার জীবনের ভালো কাজ সমূহ কবুল আর মান্জুর কামনা করে তার গুনাহ সমূহ মহান রব্বুল আলামীনের শাহী দরবারে ক্ষমা চাচ্ছি।

তদুপরি মরহুমের শোক সন্তপ্ত পরিবার, সাগরিদ এবং ভক্তবৃন্দের সাথে সমবেদনা জ্ঞাপন করে ২০১৩ সালে হজরতের নেতৃত্বে নাস্তিক
মুরতাদ,মুশরিকদের বিরুদ্ধে শতাব্দীকালের ৬ এপ্রিল ঐতিহাসিক ‘লংমার্চ’ এবং ৫ মে ‘ঢাকা অবরোধে’র কারণে বাংলার জমীন থেকে নাস্তিকদের অপতৎপরতা
সিংহভাগ হ্রাস পাওয়ায় তার প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি; তার উল্লেখিত অবদান যা জাতীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সাথে সাথে মরহুমের বিদেহী রুহের আত্মার মাগফিরাত কামনা করছি।

শোকবার্তা প্রেরক
আলমগীর ইসলামাবাদী
যুগ্ম সম্পাদক
বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *