জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী সাহেব হুজুর এর নেতৃত্বে কেন্দ্রীয় ও স্থানীয় একটি প্রতিনিধি দল হাটহাজারী ও পটিয়া মাদরাসা পরিদর্শন করেন। এসময় কেন্দ্রীয় সভাপতি আল্লামা শাহ ইয়াহইয়া দাঃ বাঃ, আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ দা.বা., আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ সাহেব ও আল্লামা মুফতি শামশুদ্দীন জিয়া সাহেব ও আল্লামা আবু তাহের নদভীও কাসেমী সহ প্রমুখ হুজুরদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সকলকে আগামী ১৫-১৬-১৭ ফেব্রুয়ারী -২৩ চরমোনাই ফাল্গুন এর মাহফিলের দাওয়াত প্রদান করেন।
একইসাথে কেন্দ্রীয় সভাপতি এর নেতৃত্বে নেতৃবৃন্দ মরহুম আল্লামা মুফতি আজিজুল হক রহ.,শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী রহ., হযরত আল্লামা রফিক আহমদ রহ. সহ জামিয়ার মাকবারায় (কবরস্থান) শায়িত সকল মরহুম শায়েখদের মাকবারা জিয়ারতে করেন।
Leave a Reply